নোবিপ্রবিতে শূন্য আসনে ভর্তি আজ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতকে ইউনিট ভিত্তিক শূন্য আসনে ভর্তি অনুষ্ঠিত হবে আজ রোববার।

গত ৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. মমিনুল হক স্বাক্ষরিত শূন্য আসনে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৬টি ইউনিটের খালি আসনে সাক্ষাৎকার ও ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তি অনুসারে, ‘এ’ ইউনিটে ৩১টি, ‘বি’ ইউনিটে ১২টি, ‘সি’ ইউনিটে ১৩টি, ‘ই’ ইউনিটে ৫৮টি, ‘এফ’ ইউনিটে ৭টি এবং ‘ডি’ ইউনিটে বিজ্ঞান বিভাগে ৫৮টি, মানবিক বিভাগে ২টি (শুধু পরিসংখ্যান) ও ব্যবসায় শিক্ষা বিভাগে ২০টি আসন খালি রয়েছে।

এই খালি আসনের বিপরীতে ‘এ’ ইউনিট মেধা তালিকা (৪৮৮-৬৩০), বি ইউনিট (৩১৯-৪০১) ও সি ইউনিট (৪০৬-৪৬৫) সকাল ১০টায়, ডি ইউনিট বিজ্ঞান (৫০২-৮০২), মানবিক (১০২-২০০) ও বাণিজ্য (২০২-৪০০) বেলা ১১টায় এবং ই ইউনিট (২৫২-৭১৮) ও এফ ইউনিট (১৭৭-২০১) দুপুর ১২টায় সাক্ষাৎকার ও ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শূন্য আসনের জন্য মনোনীত শিক্ষার্থীদের ১৫ ডিসেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

আজকের বাজার/এমএইচ