বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
নোবিপ্রবির উত্তরবঙ্গ ছাত্র কল্যাণ পরিষদের কমিটি গঠন
প্রকাশিত - এপ্রিল ২০, ২০১৮ ৩:২৯ পিএম
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) পড়ুয়া উত্তরবঙ্গের ১৭ টি জেলার শিক্ষার্থীদের সংগঠন 'উত্তরবঙ্গ ছাত্র কল্যাণ পরিষদ'র কার্যকরী কমিটি গঠন করা হয়েছে । ৬৯ সদস্যের এই কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফলিত রসায়ন এবং ক্যামিকৌশল বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ সেলিম রেজা এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন কৃষি বিভাগের ২০১৪-১৫ বর্ষের শিক্ষার্থী খায়রুল বাসার বিপ্লব ।
কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক খায়রুল বাসার বিপ্লব জানান, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময় সহ নোবিপ্রবিতে পড়ুয়া উত্তরবঙ্গের শিক্ষার্থীদের যেকোন সমস্যায় তাঁদের পাশে দাঁড়ানোই এই সংগঠনের মূল উদ্দেশ্য ।
উল্লেখ্য, আগামী এক বছর এই কার্যকরী কমিটি তাঁদের দায়িত্ব পালন করবেন ।
আরএম/
Copyright © 2025 আজকের বাজার. All rights reserved.