নোবিপ্রবি বিসনেজ ক্লাবের কমিটি গঠন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্খীদের সংগঠন ‘নোবিপ্রবি বিসনেজ ক্লাব’র আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু হয়েছে ।

মঙ্গলবার (১৫ মে) একাডেমিক ভবন-২ এ ব্যবসায় প্রশাসন বিভাগের শ্রেণীকক্ষে এক সাধারণ সভার মধ্য দিয়ে সংগঠনটি যাত্রা শুরু করে ।

ক্লাবটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মাহবুবুল আলম পরবর্তী এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করেন ।

৫৭ সদস্য বিশিষ্ট্য কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: নাজমুল হক, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন উক্ত বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মীযান খান ।

এ সময় হিসেবে উপস্থিত ছিলেন, ট্যুরিজম এন্ড হসপিটালিটি বিভাগের প্রধান জনাব মাসুম মিঞা, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম, প্রভাষক ফাতেমা জান্নাত প্রমুখ ।

সংগঠন নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, ‘এ পর্যন্ত কমিটি ছাড়াই আমরা কয়েকটি ইভেন্ট সফলভাবে সম্পন্ন করতে পেরেছি এবং পড়াশোনার পাশাপাশি ভবিষ্যতে ক্লাবের পক্ষ থেকে ক্যারিয়ার ভিত্তিক বিভিন্ন প্রোগ্রাম করার ইচ্ছা আছে ।’

রাসেল/