সাহিত্যে নোবেলজয়ী লেখক স্যার ভি এস নাইপল আর নেই। লন্ডনে নিজ বাসভবনে ৮৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রোববার (১২ আগস্ট) লেখকের পরিবারের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার লন্ডনে চির বিদায় নিয়েছেন ত্রিনিদাদে জন্মগ্রহণকারী ভারতীয় বংশোদ্ভুত এই লেখক।
অক্সফোর্ডে ইংরেজি সাহিত্যে পড়া ভি এস নাইপল ৩০টির বেশি বই লিখেছেন যার মধ্যে রয়েছে ‘ইন এ ফ্রি স্টেট’, ‘এ বেন্ড ইন দা রিভার’, ‘এ হাউস ফর মিস্টার বিশ্বাস’ এর মত অনন্য সাহিত্যকর্ম।
১৯৭১ সালে তিনি ‘ইন এ ফ্রি স্টেট’ উপন্যাসের জন্য বুকার পুরস্কার লাভ করেন। আর সাহিত্যে নোবেল পান ২০০১ সালে।
ভি এস নাইপলের জন্ম ১৯৩২ সালের ১৭ আগস্ট ত্রিনিদাদে এক ভারতীয় পরিবারে। নাইপলের পিতামহ ভারত থেকে পাড়ি জমান ত্রিনিদাদ ও টোবাগোতে। তার বাবাও একজন লেখক ও সাংবাদিক ছিলেন।
নাইপল নানা দেশ ঘুরে বেড়িয়েছেন আর সাড়া জাগানো বই লিখেছেন একর পর এক। ২০১৬ সালে ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সাহিত্য উৎসব ‘ঢাকা লিট ফেস্ট’ -এর ষষ্ঠ পর্বে অংশ নিতে বাংলাদেশেও এসেছিলেন তিনি।
আজকের বাজার/এমএইচ