নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে।
শুক্রবার সকালে চৌমুহনী রেলস্টেশন সড়কের পাশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, সকাল সাড়ে ৬টার দিকে চৌমুহনী রেলস্টেশন সড়কের পশ্চিম পাশের একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে তা চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিস ও জেলা শহর মাইজদীসহ আশপাশের বিভিন্ন উপজেলা থেকে আরও ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টায় চালিয়ে সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক হুমায়ুন কবির জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।