নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের শায়েন্তানগর গ্রামের স্কুল আলা বাড়ি সংলগ্ন দীঘিরপাড়ের এক বাড়ির ৫টি কক্ষ পুড়ে ছাঁই হয়ে গেছে। ভয়াবহ অগ্নিকাণ্ডে এ সময় পাশ্ববর্তী আরও একটি ঘর আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে।
বুধবার (২৭ জুন) সকালে কাবিলপুর ইউনিয়নের শায়েন্তানগর গ্রামের স্কুল আলা বাড়ি সংলগ্ন দীঘিরপাড়ের মৃত আবদুর রবের বাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা যায়, এতে নগদ সাড়ে ৩ লাখ টাকা, স্বর্ণালংকার, ধান ও চালসহ ১০ লাখ টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আবদুর রবের বাড়িতে বৈদ্যুতিক শার্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে।
এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে একটি পরিবারের ৫টি কক্ষ পুড়ে ছাঁই হয়ে যায়। এসময় বসতঘরে থাকা নগদ সাড়ে ৩লাখ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামালসহ ১০ লাখ টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়।
এ দিকে সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
স্থানীয়দের অভিযোগ, চৌমুহনী ফায়ার সার্ভিস (দমকল) বাহিনীকে একাধিক বার ফোন করলেও কেউ ফোন ধরেননি। এতে ওই বসতঘরগুলি পুড়ে গেছে।
খবর পেয়ে, স্থানীয় ৬নং ওয়ার্ড মেম্বার আবুল কালাম আজাদ বতু ঘটনাস্থল পরিদর্শন করেন।
আজকের বাজার/এসএম