জেলার বেগমগঞ্জ উপজেলায় আজ অবৈধভাবে পলিথিন উৎপাদন করায় তিনটি ‘প্রিন্টিং এন্ড প্যাকেজিং’ কারখানাকে মোট আড়াইলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ সোমবার দুপুরে উপজেলার বিসিক শিল্প এলাকায় পরিচালিত ভ্রাম্যমান আদালতের এ অভিযানে নেতৃত্ব দেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন্নাহার বেগম।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ সোমবার দুপুরে বেগমগঞ্জে বিসিকি শিল্প এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। অভিযানকালে নিষিদ্ধ পলিথিন উৎপাদনের দায়ে পরিবেশ সংরক্ষণ আইনে ‘এসপি প্রিন্টিং এন্ড প্যাকেজিং’ কারখানাকে একলাখ টাকা, ‘ভাই ভাই প্রিন্টিং এন্ড প্যাকেজিংকে’ কারখানাকে একলাখ টাকা এবং ‘আল মদিনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং’ কারখানাকে ৫০ হাজার টাকাসহ মোট দুইলাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন্ন্হাার বেগম জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমান আদালতের অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান