নোয়াখালীর হাতিয়া উপজেলার ঝাগলার চরে অভিযান চালিয়ে অস্ত্রসহ ৩ জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড।
সোমবার (৪ জুন) ভোরে তাদের আটক করা হয়।
আটককৃত জলদস্যুরা হচ্ছেন, আহছান উল্ল্যাহ (২৫), মো. ইউছুপ (২৬), জামাল উদ্দিন (৩৭)। তাদের কাছ থেকে একনলা দুটি বন্দুক, একটি রামদা, দুটি ছুরি, ছয়টি কার্তুজ ও চারটি মোবাইল সেট জব্দ করা হয়েছে।
হাতিয়া স্টেশন কন্টিনজেন্ট কমান্ডার লে. আব্দুল হামিদ বলেন, রোববার রাতে জলদস্যুরা হাতিয়া উপকূলীয় মেঘনায় জেলেদের কয়েকটি নৌকায় ডাকাতি ও জেলেদেরকে অপহরণ করে নিয়ে যায়।
এ খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা রাতে মেঘনায় অভিযান চালালে জলদস্যুরা অপহৃত জেলেদেরকে ছেড়ে দেয়। পরপরই তাদের দেয়া তথ্যের ভিত্তিতে গোপন আস্তানায় অভিযান চালিয়ে ওই তিন জলদস্যুকে অস্ত্রসহ আটক করা হয়।
আজকের বাজার/একেএ