নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অস্ত্র ও ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
এসময় তার কাছ থেকে একটি এলজি রাইফেল, দুই রাউন্ড গুলি ও ৬৮পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শনিবার (২ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের সিংহপুর গ্রামের তার নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের নাম ইউছুফ (৩৫)। ইউছুফ একই গ্রামের মৃত লেদু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী ইউছুফের বাড়ীতে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
বেগমগঞ্জ থানার ওসি জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী ইউছুফের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫টিসহ ৭টি মামলা রয়েছে। দুইটি মামলায় তার সাজা রয়েছে।
এই ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও দুইটি মামলার প্রস্তুতি চলছে।
আজকের বাজার/একেএ