নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। এসময় তার কাছ থেকে ১২৫ পিস ইয়াবা ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃতের নাম আবুল বাশার প্রকাশ বাবুল বাবু (৩০)। আবুল বাশার উপজেলার ভবভদ্রী গ্রামের করিম উদ্দিন ব্যাপারী বাড়ীর মৃত আবুল কালাম আজাদের ছেলে।
সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায় র্যাব।
র্যাব-১১ সিপিসি-৩ লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার নরেশ চাকমা জানান, রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে তিনি এবং এএসপি মো. ইকবাল হোসেন এর নেতৃত্বে র্যাব-১১ এর একটি দল ভবভদ্রী গ্রামে অভিযান চালায়। এসময় এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী আবুল বাশারকে ১২৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত ৩টি মোবাইলসহ গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত আবুল বাশারের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় পূর্বের একটি মামলা রয়েছে। এই ঘটনায় তার বিরুদ্ধে ১৯৯০ সনের (সংশোধনী-২০০৪) ১৯ (১) টেবিল এর ৯ (খ) ধারায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো একটি মামলার প্রস্তুতি চলছে।
আজকের বাজার/একেএ