নোয়াখালীতে গাছের সঙ্গে অটোরিকশার ধাক্কা, নিহত ২

নোয়াখালীতে গাছের সঙ্গে অটোরিকশার ধাক্কা লেগে দুই যাত্রী নিহত হয়েছেন।

রোববার (৩ জুন) ভোরে সোনাপুর-লক্ষ্মীপুর সড়কের কোম্পানি সদর দরজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চত করেন।

হতাহতদের পরিচয় সনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন ওসি আনোয়ার হোসেন।

ওসি আনোয়ার হোসেন জানান, ভোরে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে গিয়ে ধাক্কা খায়। এতে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলেই একজন মারা যান।

নোয়াখালী সদর হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান।

আরজেড/রাজ