জেলার সুবর্ণচর উপজেলায় আজ দুপুরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
আজ সেমাবার দুপুরে উপজেলার সৈকত সরকারি কলেজ মাঠে আয়োজিত‘নারীর প্রতি সহিংসতা রুখতে আমরা’শীর্ষক এক প্রজন্ম সংলাপে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তন্ময় দাস।
একটি বেসরকারি উন্নয়ন সংস্থা আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা, সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার এএসএম ইবনুল হাসান প্রমূখ। সংলাপে অংশগ্রহনকারীরা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা, প্রতিরোধ ও সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরের মধ্যে সম্বন্বয়ের উপর গুরত্বারোপ করা হয়। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান