নোয়াখালীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর রাশিদিয়া মাদ্রাসার সামনে হিমাচল পরিবহণের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছে। এতে আহত হয়েছে দুই জন।

সোমবার দুপুর আড়াইটার দিকে নোয়াখালী-কুমিল্লা সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বেগমগঞ্জ মডেল থানার ওসি ফিরোজ আলম মোল্লা দুর্ঘটনায় চার জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেছেন, নিহতদের লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালে আছে। আহতদেরও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরও বলেন, দুর্ঘটনা কবলিত অটোরিকশা ও বাসটি আটক করা হয়েছে। বাস চালক র্পলাতক। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আজকের বাজার/এমএইচ