নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় আহত ১০

Noakhali

নোয়াখালীর সেনবাগে সড়ক দুর্ঘটনায় ১০ জন আহত হয়েছেন।

রোববার (২৯ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার হজনীখাল নামকস্থানে দ্রুতগতির একটি যাত্রীবাইী বাস দাঁড়িয়ে থাকা একটি সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ফেনী থেকে ছেড়ে আসা সুগন্ধা কিং পরিবহনের একটি দ্রুত গতির যাত্রীবাহী বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শায়েস্তানগর গ্রামের ফরাজী বাড়ির ছেরাজুল হকের সিএনজি চালিত অটোরিকশাটিকে চাপা দিলে সিএনজিটি ধুমড়ে-মুছড়ে যায়। অবশ্য এ সময় অটোরিকশায় কোনো যাত্রী না থাকার হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসের ১০যাত্রী আহত হয়েছেন।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।

খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ি দুইটি জব্দ করে।

আজকের বাজার/একেএ