নোয়াখালীতে ২ যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জে দুইজনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত দুই যুবক হলেন মোহাম্মদ আলী (২৫) ও মো. রবিন (২০)।

জানা গেছে, নিহত দুজন সম্পর্কে চাচা-ভাতিজা। উপজেলার একলাসপুর গ্রামের ভিআইপি রোড এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত মোহাম্মদ আলী একলাসপুর গ্রামের মোহাম্মদ সোলেমানের ছেলে। রবিন আবদুল কাদেরের ছেলে। এরমধ্যে মোহাম্মদ আলী মাছের ব্যবসায় জড়িত ছিলেন। রবিন ছিলেন তার সহকারী।

বেগমগঞ্জ থানার ওসি ফিরোজ আলম মোল্লা জানান, দুজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে খবর পেয়ে পুলিশ সেখানে যায়। নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে কারা, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, এ ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আজকেরবাজার/এসকে