নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডের করালিয়া এলাকায় আজ সকাল ৯টায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী বাসের ধাক্কায় আব্দুর রহিম (২৪) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে।
মৃত আব্দুর রহিম জেলার কবিরহাট উপজেলার শুক্লবদ্ধি গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে।
স্থানীয়রা জানায়, আজ সকালে নির্মাণ শ্রমিক আব্দুর রহিম বাইসাইকেল যোগে কাজে যাচ্ছিলো। পথিমধ্যে সে বসুরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডের করালিয়া এলাকায় পৌঁছালে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছেড়ে আসা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এর শিক্ষার্থী বহনকারী একটি বাস তাকে ধাক্কা দিলে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আজকের বাজার/লুৎফর রহমান