দ্বিতীয় দফায় আজ ১৬ জানুয়ারি পৌরসভা নির্বাচনে সকাল ৮টা থেকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৯টি কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ শুরু হয়েছে। মাঘের কনকনে শীত ও কুয়াশাকে উপেক্ষা করে সকাল থেকেই উৎসবের আমেজে ভোটাররা বিভিন্ন কেন্দ্রে উপস্থিত হয়ে প্রথমবারের মতো ইভিএম মেশিনের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
সকালে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবদুল কাদের মির্জা পৌরসভার ১নং ওয়ার্ডের উদয়ন প্রি-ক্যাডেট একাডেমি স্কুল কেন্দ্রে দলীয় নেতাকর্মীদের নিয়ে নিজের ভোট দেন। অন্যদিকে বিএনপি প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী ৫নং ওয়ার্ডের বসুরহাট এ এইচ সি সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। একই কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী মোশারফ হেসেনও ভোট দেন।
এদিকে, ভোটগ্রহণে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মাঠে ৪ প্লাটুন বিজিবি, পুলিশের ৯টি মোবাইল টিম, ২টি স্ট্রাইকিং টিম, প্রতিকেন্দ্রে একজন করে ৯জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজ করছেন। একইসাথে বিভিন্ন কেন্দ্রে পুলিশ, বিজিবি ও আনসারের ৪০০ সদস্য নিয়োজিত রয়েছে।
বসুরহাট পৌরসভা নির্বাচনে প্রধান দুই দলের প্রার্থীসহ মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৫ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭ জনসহ মোট ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৯৯০ সালে প্রতিষ্ঠিত বসুরহাট পৌরসভা নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২১ হাজার ১১৫ জন।