সদর উপজেলার দেবীপুর গ্রামে বিদ্যুতের সংযোগ মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল আহমেদ(২২)নামে এক যুবক মারা গেছে। মঙ্গলবার রাত ১ টায় নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত সোহেল আহমেদ সদর উপজেলার ধর্মপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ডের রফিক আহমেদের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রী ছিলেন।
মৃতের ভাই শাহাদাত হোসেন আরিফ জানান, মঙ্গলবার দুপুরে দেবীপুর গ্রামের হাজী সাহেবের বাড়িতে কাজ করতে যায় সোহেল আহমেদ। ওই বাড়িতে বিদ্যুতের লাইন মেরামতের কাজ করার সময় ঘরের পাশে পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় সোহেল। পরে আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করলে, রাত ১ টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান