নো ম্যান্স ল্যান্ডে অবস্থানরত সাড়ে ৬ হাজার রোহিঙ্গাকে দ্রুত ফিরিয়ে নিতে সম্মত হয়েছে মিয়ানমার।
রাখাইনের পরিস্থিতি বোঝা এবং নো ম্যান্স ল্যান্ড অবস্থান করা সাড়ে ৬ হাজার রোহিঙ্গাকে নিয়ে আলোচনার জন্য মাঠপর্যায়ের বৈঠকে বাংলাদেশ ও মিয়ানমার। আজ মঙ্গলবার অনুষ্ঠিত এ বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
ঘুমধুম সীমান্ত দিয়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নান এর নেতৃত্বে মঙ্গলবার সকাল ১১টায় মিয়ানমার সীমান্তে প্রবেশ করেন। মিয়ানমারের ঢেঁকিবনিয়া এলাকায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক শেষে বিকালে তাদের দেশে ফেরার কথা।
আরএম/