নৌকাডুবিতে উগান্ডায় ১০ জনের মৃত্যু

উগান্ডার লেক ভিক্টোরিয়ায় শনিবার রাতে একটি নৌকাডুবিতে অন্তত ১০ জন মারা গেছে। এই ঘটনায় ৪০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

দেশটির পুলিশ একথা জানিয়েছে। খবর এএফপি’র।

নৌযানটিতে কতজন আরোহী ছিল বা কি কারণে নৌযানটি ডুবে গেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

উগান্ডা পুলিশের মুখপাত্র এমিলিয়ান কায়িমা বলেন, ‘আমাদের নৌবিভাগের সদস্যরা ৪০ জনকে জীবিত উদ্ধার করেছেন। এই ঘটনায় ১০ জন মারা গেছেন। উদ্ধারকারী দল অন্যান্যদের সন্ধানে তল্লাশী চালিয়ে যাচ্ছে।’

সূত্র – বাসস