রাজশাহীতে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে পদ্মা নদীতে নৌকাডুবির দুইদিন পর পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার,২রা মে সকালে এসব মরদেহ উদ্ধার করা হয়। গত রোববার,৩০এপ্রলি সন্ধ্যায় নৌকাডুবির পর থেকে উদ্ধারকাজ চালাচ্ছিল ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক নুরুল ইসলাম ও বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান জানান, পদ্মায় নৌকাডুবির ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জেলেদের জালে এসব মরদেহ আটকা পড়ে। ওই মরদেহগুলোর মধ্যে দুইটি শিশুর মরদেহ রয়েছে; তাদের বয়স আনুমানিক ৯ বছর। শিশু দুইটি হলো- শাহমখদুম জামিয়া মাদ্রাসার শিক্ষার্থী তামিম ও আবুল আহাদ।
অন্যদের মধ্যে রয়েছে- রাজশাহী কলেজের কর্মচারী রবিন (২১), নগরীর ডাশমারি এলাকার বাসিন্দা আসাদুল (৩৬) ও নৌকার মাঝি রফিকুল ইসলাম (৩৫)। রবিন ও রফিকুলের বাড়ি নগরের দরগাপাড়া এলাকায়।
নৌকাডুবির ঘটনায় রক্ষা পাওয়া রকি জানান, চরখিদিরপুর ও বড়কুঠির মাঝামাঝি এলাকায় নৌকাটি ডুবে যায়। চরখিদিরপুর থেকে দুইজন নৌকায় উঠতে চেয়েছিলেন। তাদের তুলে নিতে নৌকাটি ঘোরানো হচ্ছিল। সে সময় হঠাৎ ঝড় ওঠে। এতে নৌকাটি ডুবে যায়।
তিনি আরও জানান, আমি নিজে অন্য নৌকা চালাতাম। তবে ঝড় ওঠার সময় আমিও ওই নৌকায় ছিলাম।
আজকের বাজার:এলকে/এলকে/১ মে,২০১৭