নৌপথে ঠাসাঠাসি তবুও স্বস্তি

ঈদযাত্রায় নৌপথে ছিলো গ্রামমুখো মানুষের ভিড়। ঠাসাঠাসি তবুও স্বস্তি। ফলে বাঁধাগ্রস্ত হচ্ছে স্বাভাবিক যাত্রা।

পাথর ও ভারী পণ্যবাহী নৌযান চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও দেদারসে চলছে বাল্কহেডসহ বিভিন্ন পণ্যবাহী যান।

কেবিন প্রথম শ্রেণি আগেই ভর্তি। যাত্রীদের ঠাসাঠাসিতে স্বস্তি ছিলো ভরপুর। সব মিলিয়ে বাড়ি ফেরার আনন্দে উদ্বেলিত যাত্রীরা। লঞ্চে ঈদ যাত্রার প্রথম দিনে ৪১ টি গন্তব্যে ছেড়ে যাচ্ছে ১২০টির মত লঞ্চ।

বুড়িগঙ্গা পার হতে সময় লাগলো ঘণ্টা দেড়েক। বড়দাগে স্বস্তি থাকলেও শঙ্কা ছিল যাত্রীদের মনে। বুড়িগঙ্গা ও মেঘনা জুড়ে ভারী পণ্যের নৌযানের অবাধ বিচরণ শঙ্কায় রেখেছে চালকদের।

আজকের বাজার/আরআইএস