গ্রেফতার নৌপরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ড. এস এম নাজমুল হকের একদিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মুহম্মদ ফাহ্দ বিন আমিন চৌধুরীর এ আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোহাম্মদ আবুল হাসান সাংবাদিকদের জানান, গতকাল বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আবদুল ওয়াদুদ সাতদিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন।
উল্লেথ্য, গত ১২ এপ্রিল বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় সেগুন রেস্তোরাঁ থেকে নাজমুল হককে ঘুষের টাকাসহ গ্রেপ্তার করে দুদকের পরিচালক নাসিম আনোয়ার। এর পর তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন সিএমএম আদালত।
নথি থেকে জানা যায়, রাজধানীর রমনা মডেল থানায় দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা ১-এর সহকারী পরিচালক আবদুল ওয়াদুদ বাদী হয়ে মামলা দায়ের করেন।
আজকের বাজার/আরজেড