নৌপরিবহন মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল

নৌপথে মানু‌ষের ঈদযাত্রা নিরাপদ কর‌তে নৌপরিবহন মন্ত্রণালয় ও এর অধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এবং নৌপরিবহন অধিদপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে।

বৃহস্প‌তিবার এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।

আসন্ন ঈদুল আজহা উৎসব উদযাপন ও বর্তমান বন্যা পরিস্থিতি বিবেচনায় ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা এবং উৎসব শেষে কর্মস্থলে ফেরা নি‌শ্চিত কর‌তে নৌপ‌রিবহন মন্ত্রণাল‌য় এ সিদ্ধান্ত নিয়েছে।

আজকের বাজার/এমএইচ