আন্তর্জাতিক মেরিটাইম প্রদর্শনীতে অংশ নিচ্ছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘সমুদ্র জয়’।
আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৬ হতে ৩০ মার্চ মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য ‘লংকাউই ইন্টারন্যাশনাল মেরিটাইম এন্ড এরোস্পেস এক্সিবিশান-২০১৯’ এ অংশ নিতে মালয়েশিয়ার উদ্দেশে নৌ বাহিনীর যুদ্ধজাহাজ ‘সমুদ্র জয়’ বৃহস্পতিবার চট্টগ্রাম নৌ জেটি ত্যাগ করেছে।
নৌ জেটি ত্যাগের প্রাক্কালে নৌবাহিনীর ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী সুসজ্জিত বাদকদল বাদ্য পরিবেশনের মাধ্যমে জাহাজটিকে বিদায় জানায়। এ সময় স্থানীয় পদস্থ নৌ কর্মকর্তাবৃন্দ এবং জাহাজে গমণকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।
পাঁচ দিনব্যাপী এই সমরাস্ত্র প্রদর্শনী ও মহড়ায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনীর জাহাজ, যুদ্ধবিমান এবং সামরিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবে। বানৌজা সমুদ্র জয় জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন এম আব্দুল ওয়াদুদ তরফদার এর নেতৃত্বে ৩৪ জন কর্মকর্তা ও ৪৩ জন মিডশীপম্যানসহ সর্বমোট ২ শ’ ৬৩ জন নৌসদস্য এ মহড়ায় অংশগ্রহণ করবেন।