বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ(বানৌপক)সংঘ ঢাকা শাখার উদ্যোগে আজ গরীব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের(আইএসপিআর)এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, নৌবাহিনী প্রধানের সহধর্মিনী ও নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট ডা. আফরোজা আওরঙ্গজেব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্রসমূহ স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিতরণ করেন।
ঢাকার মিরপুর-১৪ নম্বরে অবস্থিত নাবিক কলোনী মাঠে সুবিধাবঞ্চিত শিশু, পঙ্গু, বয়স্ক নারী-পুরুষসহ অসহায় গরীব দুঃস্থ জনগোষ্ঠীর শীতের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে সংঘের নিজস্ব অর্থায়নে শীতবস্ত্রসমূহ বিতরণ করা হয়। ডা. আফরোজা আওরঙ্গজেব এসময় সুবিধাবঞ্চিত শিশু, পঙ্গু, বয়স্ক নারী-পুরুষের খোঁজ খবর নেন ও অসহায় গরীব দুঃস্থ জনগোষ্ঠীর পাশে থাকার আশ্বাস দেন।
এসময় অন্যান্যের মধ্যে নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ ঢাকা ও বিএন লেডিস ক্লাবের চেয়ারম্যান বেগম মনিরা রওশন ইকবাল ও সচিবসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান