নৌবাহিনী ‘সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতা-২০১৯’ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ বুধবার ঢাকার বনানীস্থ নৌসদর সুইমিং পুলে অনুষ্ঠিত হয়েছে।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বানৌজা হাজী মহসীনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ প্রতিযোগিতার সমাপনী দিনে নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা কমডোর মোহাম্মদ মুসা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
আট দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও ঘাঁটির মোট নয়টি দল অংশগ্রহণ করে।
প্রতিযোগিতার সমাপনী দিনে সাঁতারে কমান্ডার খুলনা নেভাল এরিয়া দল ২২৮ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং বানৌজা হাজী মহসিন দল ১৫৫ পয়েন্ট পেয়ে রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে।
এছাড়া, ওয়াটারপোলোতে বানৌজা ঈসাখান (চট্রগ্রাম) দল ৯-৭ গোলে কমান্ডার খুলনা নেভাল এরিয়া দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
প্রতিযোগিতায় বানৌজা হাজী মহসিন দলের মো. আব্দুল হামিদ রিপন, এফসিপিও (মিউজ) বিশেষ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের জন্য সেরা খেলোয়াড় বিবেচিত হন।
সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় পদস্থ নৌ কর্মকর্তাগণ ও বিপুল সংখ্যক নাবিক উপস্থিত ছিলেন।
আজকের বাজার/লুৎফর রহমান