নৌযানের ৬০ ভাগ যাত্রী ভাড়া বৃদ্ধির আদেশ প্রত্যাহার

করোনা ভাইরাস সংক্রমণকালীন অভ্যন্তরীণ নৌপথে যাত্রীবাহী নৌযান ধারণ ক্ষমতার ৫০ ভাগ যাত্রী নিয়ে চলাচলের লক্ষ্যে ৬০ ভাগ যাত্রী ভাড়া বৃদ্ধি সংক্রান্ত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) গত ১ এপ্রিলের আদেশের কার্যকারিতা প্রত্যাহার করা হয়েছে।
অভ্যন্তরীণ নৌযানের যাত্রী ভাড়া সংক্রান্ত বিআইডব্লিউটিএ’র ২৩ এপ্রিল ২০১৩ সালে জারিকৃত আদেশ আগামীকাল বুধবার থেকে পুনরায় কার্যকর হবে।
বিআইডব্লিউটিএ আজ মঙ্গলবার এ সংক্রান্ত এক আদেশ জারি করে।