ন্যাটোর সমারিক ব্যয়ে সমান অর্থ বরাদ্দে ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প।
বেলজিয়ামের ব্রাসেলসে জোটটির আসন্ন সম্মেলনকে কেন্দ্র করে সদস্য দেশগুলোকে নিজের উদ্বিগ্নের কথা জানিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিঠি পাঠিয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।
পত্রিকাটির এক প্রতিবেদনে বলা হয়, জোটভুক্ত দেশগুলোর প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে ন্যাটোর সমারিক ব্যয়ে অর্থ বরাদ্দ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ বিষয়ে গেলো মাসে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লেস মিসেলের কাছে চিঠি পাঠান ট্রাম্প।
সেখানে ন্যাটোর সদস্যগুলোর অর্থ বরাদ্দের বৈষ্যমের সমালোচনা করে আসন্ন সম্মেলনে সব দেশকে সমান অর্থ বরাদ্দের আহ্বান জানান ট্রাম্প।
আরজেড/