মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর ‘আগামী বছরের শুরুর’ দিতে ব্রাসেলসে একটি সম্মেলনে অংশ নিতে ন্যাটো যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে আমন্ত্রণ জানিয়েছে। সংস্থাটির মহাসচিব জেন্স স্টলটেনবার্গ সোমবার একথা জানিয়েছেন।
কার্য পর্যায়ের আলোচনার প্রাক্কালে তিনি বলেন, এ সম্মেলনের ‘সুনির্দিষ্ট তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। তবে সেখানে ন্যাটো সম্মেলন হবে এবং অবশ্যই ন্যাটোর সকল নেতা এতে অংশ নেবেন।’