ন্যান্সি দেশের জনপ্রিয় সংগীতশিল্পীদের একজন । চলচ্চিত্রের গানের মাধ্যমে ক্যারিয়ারের শুরু থেকেই সফলতা পেয়েছেন তিনি। প্লেব্যাকের একটি নির্ভরযোগ্য কণ্ঠ হিসেবে শক্ত অবস্থান গড়েছেন তিনি অনেক আগেই।
অডিও অ্যালবামেও গেয়েছেন সমান তালে। সব মিলিয়ে তার জনপ্রিয় গানের সংখ্যা অনেক। স্টেজে যেমন দেখা মেলে তার তেমনি দেখা মেলে টেলিভিশনের নানা গানের অনুষ্ঠানেও।
সেই ধারাবাহিকতায় এবার বাংলাভিশনের ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক ক্লাব’ এ অতিথি হয়ে আসছেন ন্যান্সি। সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে দর্শকরা ফোন করে অতিথির সাথে কথা বলার পাশাপাশি গানের অনুরোধ করতে পারবেন।
জানা গেছে, এই অনুষ্ঠানে ন্যান্সি শুধু গানই শোনাবেন না, শোনাবেন তার সংগীত ক্যারিয়ারের গল্প। গানের পাশাপাশি তিনি কথা বলবেন তার জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে।
‘মিউজিক ক্লাব’-এর এই পর্বটি বাংলাভিশনে প্রচারিত হবে বুধবার (৪ জুলাই) রাত ১১টা ২৫মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নাহিদ আহমেদ বিপ্লব।
আজকের বাজার/এসএম