ব্যবসায় সম্প্রসারণের লক্ষে ন্যাশনাল পলিমারের পরিচালনা পর্ষদ মেশিনারীজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে। যাতে প্রতিষ্ঠানটির ৫০ শতাংশ উৎপাদন সক্ষমতা বাড়বে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
পিভিসি পাইপস, শীটস, ডোরস এবং প্লাস্টিকের গৃহস্থালী পণ্য তৈরী করার জন্য ব্যবসায় সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল পলিমারের পরিচালনা পর্ষদ। এক্ষেত্রে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে ৩৮ লাখ ডলার (৮০ টাকা দরে ৩০ কোটি ৪০ লাখ) ঋণ সহায়তার মাধ্যমে মেশিনারীজ আমদানি করা হবে। যা বাংলাদেশ ইনভেষ্টমেন্ট ডেভোলপমেন্ট অথরিটি (বিআইডিএ) ৮ মার্চ অনুমোদন দিয়েছে।
এই মেশিনারীজ আমদানির মাধ্যমে ন্যাশনাল পলিমারের বর্তমানের ১৯ হাজার ৭০৮ মেট্রিক টনের উৎপাদন সক্ষমতা বেড়ে হবে ২৯ হাজার ৫৬২ মেট্রিক টন। এ হিসাবে উৎপাদন সক্ষমতা বাড়বে ৯ হাজার ৮৫৪ মেট্রিক টন বা ৫০ শতাংশ। নতুন মেশিনারীজের মাধ্যমে আগামি ১ আগষ্ট থেকে উৎপাদন করা সম্ভব হবে বলে ন্যাশনাল পলিমার কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন।
উল্লেখ্য শনিবার (১১ মার্চ) কোম্পানির শেয়ার দর ছিল ৯৭ টাকা। তবে কোম্পানির ব্যবসায় সম্প্রসারণের খবরে রবিবার (১২ মার্চ) সকাল ১০ টা ৪৭ মিনিটে ২.৮ টাকা বা ২.৮৯ শতাংশ বেড়েছে।