পুঁজিবাজারের তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি ন্যাশনাল ফিড মিল লিমিটেডের অন্যতম কর্পোরেট উদ্যোক্তা ন্যাশনাল হ্যাচারি প্রইভেট লিমিটেড পূর্ব ঘোষণা অনুযায়ী শেয়ার বিক্রি সম্পন্ন করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বর্তমান বাজার দরে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এই উদ্যোক্তা ৬ লাখ ৫৬ হাজার ৭৮৮টি শেয়ার বিক্রি করেছে।
উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
বর্তমানে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকের কাছে ৩২ দশমিক ৬২ শতাংশ শেয়ার রয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৩ দশমিক ৮৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫৩ দশমিক ৪১ শতাংশ শেয়ার রয়েছে।
আরএম/