দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল, ২০১৮-জুন,২০১৮) প্রিমিয়াম আয় বেড়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের। কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আলোচ্য সময়ে কোম্পানিটির প্রিমিয়াম আয় বেড়েছে ৫৮ কোটি ৭৬ লাখ টাকা । এ সময়ে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে তিন হাজার ২৯৭ কোটি ১৮ লাখ টাকা।
আগের বছর একই সময় কোম্পানির প্রিমিয়াম আয় বেড়েছিল ৩১ কোটি ৩৬ লাখ টাকার। একই সময়ে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ ছিল তিন হাজার ২৭৭ কোটি ২০ লাখ টাকা।
এদিকে ৬ মাসে কোম্পানিটির প্রিমিয়াম আয় বেড়েছে ৬ কোটি ৪১ লাখ টাকার। আর তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে তিন হাজার ২৯৭ কোটি ১৮ লাখ টাকার। আগের বছর একই সময় ছিল ২ কোটি ৩৮ লাখ টাকার। আর তহবিলের পরিমাণ ছিল তিন হাজার ২৩৮ কোটি ২ লাখ টাকা।
প্রথম প্রান্তিকে কোম্পানিটির প্রিমিয়াম আয় কমেছে ৫২ কোটি ৩৪ লাখ টাকার। আর তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে তিন হাজার ২৩৮ কোটি ৪২ লাখ টাকা। আগের বছর একই সময় ছিল ৩৬ কোটি ৭৯ লাখ টাকা ও তিন হাজার ১৯৮ কোটি লাখ টাকা।
আরএম/