পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উদ্যোক্তা এসকে আবদুল মোমিন শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির উদ্যোক্তা এসকে আবদুল মোমিনের ধারণ করা শেয়ারের মধ্য থেকে ৫০ হাজার শেয়ার বিক্রি করেছেন। বর্তমান বাজার দরে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে শেয়ার বিক্রি করেন তিনি। এর আগে ২৫ অক্টোবর শেয়ার বিক্রির ঘোষণা দেন এ উদ্যোক্তা।