পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের উদ্যোক্তা প্রতিষ্ঠান ন্যাশনাল ব্যাংক শেয়ার কেনার ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এই উদ্যোক্তা প্রতিষ্ঠান ৩০ লাখ ২ হাজার ১৬০টি শেয়ার কিনবে।
এই উদ্যোক্তা প্রতিষ্ঠান আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনতে পারবে।
এ ক্যাটাগরির কোম্পানিটি ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
কোম্পানির মোট শেয়ারের ৬০.৬৮ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকের কাছে। সরকারের কাছে রয়েছে ৯.৩৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে রয়েছে ১৯.০৮ শতাংশ শেয়ার এবং ১০.৯০ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর কাছে।