দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অবদানের জন্য প্রয়াত এটর্নি জেনারেল সিনিয়র আইনজীবী মাহবুবে আলম চিরস্মরণীয় হয়ে থাকবেন।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন বিষয়ক সুপ্রিমকোর্ট জাজেজ কমিটির এক সভায় এ কথা বলা হয়। সুপ্রিমকোর্টের মুখপত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান আজ এ কথা জানান।
তিনি জানান, ভার্চুয়াল উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় অংশ নেন বিচারপতি মো. নুরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি এম, ইনায়েতুর রহিম, বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি জে.বি.এম হাসান, বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. শাহিনুর ইসলাম।
জাজেজ কমিটির এ সভায় সর্বসম্মতিক্রমে মাহবুবে আলমের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়েছে।