ন্যায়-বিচার প্রতিষ্ঠায় কাজ করতে আইনজীবীদের প্রতি আহ্বান স্পিকারের

ন্যায়-বিচার প্রতিষ্ঠায় কাজ করতে আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, ‘আইনজীবীরা হচ্ছেন সোশ্যাল আর্কিটেক্ট। জনগণের অধিকার ও বিচার সুনিশ্চিত করতে আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’

রোববার রাতে রংপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে জেলা আইনজীবী সমিতির বার্ষিক নৈশভোজে প্রধান অতিথির বক্তৃতায় স্পিকার একথা বলেন। স্পিকার বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীর্ঘ ২৩ বছরের আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে বাঙালি জাতি পেয়েছে লাল সবুজের পতাকা।

বঙ্গবন্ধু জাতিকে উপহার দিয়েছেন বিশ্বের অন্যতম সংবিধান। এই সংবিধানে জনগণের মৌলিক অধিকার সংরক্ষিত রয়েছে। সংবিধানকে সমুন্নত রাখতে আইনজীবীদের কাজ করতে হবে।’ পরে স্পিকার আইনজীবীগণের কৃতি সন্তানদের মাঝে বৃত্তি প্রদান করেন।

রংপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি সিনিয়র জেলা ও দায়রা জজ বেগম রাশেদা সুলতানা, রংপুর জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক যাবিদ হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক রোকনুজ্জামান, রংপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হায়দার আলী ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মো. আব্দুল হক প্রামাণিক বক্তব্য রাখেন। খবর:বাসস

আজকের বাজার/আখনূর রহমান