ন্যূনতম মজুরির দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

আগামী ১৫ দিনের মধ্যে ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকার দাবি কর্তৃপক্ষ মেনে না নিলে দেশব্যাপী কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তৈরি পোশাক শ্রমিকরা।

শুক্রবার (২০ জুলাই) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে পোশাক শ্রমিকদের সংগঠন- গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আয়োজিত সমাবেশ থেকে পোশাক শ্রমিকরা এ হুঁশিয়ারি দেন।

সভায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, শ্রমিকদের দাবির প্রতি কর্তৃপক্ষ শ্রদ্ধা না দেখালে শ্রমিকরা কঠোর আন্দোলনে যাবে যা সামলানো কঠিন হবে।

সমাবেশে বক্তব্যকালে সংগঠনের সাধারণ সম্পাদক জলি তালুকদার বলেন, আগামী ১৫ দিনের মধ্যে সরকার ও মালিকপক্ষ তাদের ১০ হাজার টাকা মূল বেতন ধরে ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা করার দাবি মেনে না নিলে দেশব্যাপী কঠোর আন্দোলন চলবে।

এসময় গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষ আগামী সপ্তাহে রাজধানীর সকল শিল্পাঞ্চলে বিক্ষোভ করতে পারেন বলে জানান।

আজকের বাজার/এমএইচ