জেলায় আজ রোববার রাত ১২টা থেকে ২৭ জুন ৭ দিনের কঠোর লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার রাত ৯টায় জেলা প্রশাসেকর সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, সিভিল সার্জন ডা: নাছিমা আকতার, সদর হাসতালের তত্ত্বাবধায় ডা:আবদুস শাকুর, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ফকরুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমি মজুমদার, সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম, জেলা রেডক্রিসেন্টের সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটন, পৌরসভার প্যানেল মেয়র কাজী জহিরুল হক জহির, লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, বঙ্গবন্ধু স্কোয়াডের সমন্বয়কারী মাহাফুজুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ অশরাফুজ্জামান মুকুল প্রমূখ।
এ বিষয়ে রাতেই জেলা প্রশাসক প্রজ্ঞাপন জারি করেছেন । এত বলা হয় আজ রোববার রাত ১২টা থেকে ২৭ জুন পর্যন্তু কঠোর লকডাউন চলবে।
লকডাউন চলাকালে, সকল প্রকার মুদি দোকান, শপিংমল, রোস্তরা ও চায়ের দোকান বন্ধ থাকবে।
এসময় কাচাবাজার, মাছ ও ফলের দোকান প্রতিদন সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্তু খোলা থকবে।
সকল প্রকার পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।
জেলার অভ্যন্তরে অথবা আন্ত:জেলা দূর পাল্লার যানবহন বন্ধ থাকবে। এক্ষেত্রে ইজিবাইক, থ্রিহুইলারসহ সকল প্রকার যান্ত্রিক যানবহন বন্ধ থাকবে।
জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া যাবে না, জরুরী ক্ষেত্রে বাইরে আসতে হলে মাস্ক পরিধান বাধ্যতামূলক।
জরুরী সেবা সমূহ সরকার কর্তৃক সময়ে সময়ে জারিকৃত পরিসেবা এ আওতার বাইরে থাকবে।
মন্ত্রীপরিষদ বিভাগ,সরকার কর্তৃক জারিকৃত অন্যান্য বিধিনিষেধ এর অন্তভূক্ত থাকবে।
আইন অমান্যকারী বিরুদ্ধে কঠোর আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।