“টেকসই আগামীর জন্য জেনডার সমতাই আজ অগ্রগণ্য” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ফকরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাশ্বতী শীল, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক(অঃদঃ) মৌসুমী রানী মজুমদার প্রমূখ।
অপরদিকে জেলা পুলিশের আয়োজনে শহরের মুচিরপোল এলাকা থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইনে গিয়ে শেষ হয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) তানজিলা সিদ্দিকা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ প্রবীর কুমার রায়।
এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ নাছিমা আকতার, পৌর মেয়র আঞ্জুমান আরা, অতিরিক্ত পুলিশ সুপার এস এম কামরুজ্জামান, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসমত আরা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শওকত কবির প্রমূখ। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান