জেলায় দুদিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন আগামীকাল বৃহস্পতিবার। সকাল ১০ টায় শহরের সুলতান মঞ্চে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করবেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রবিউল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। নড়াইল ফটোগ্রাফিক সোসাইটির আয়োজনে ১ এপ্রিল বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন পৌর মেয়র আঞ্জুমান আরা।
প্রধান আলোচক হিসাবে উপস্থিত থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কুন্ডু। নড়াইল ফটোগ্রাফিক সোসাইটির যুগ্ম-আহ্বায়ক নাজমুল হাসান লিজা বলেন, নড়াইলের পুরাকীর্তি, ইতিহাস, ঐতিহ্য, বীরত্বগাঁথা, সংস্কৃতি ও সমৃদ্ধি নিয়ে প্রথমবারের মত আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান