বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
নড়াইলে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে হত্যা
প্রকাশিত - ফেব্রুয়ারি ১৫, ২০১৮ ২:১৯ পিএম
নড়াইলের লোহাগড়া উপজেলার আট নং দিঘলিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান লতিফুর রহমান পলাশকে (৪৭) প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আর এ হত্যাকাণ্ডটি ঘটাতে সন্ত্রাসীরা সময় নেয় খুবই কম। চোখের পলকেই তারা খুন করে পালিয়ে যায়।
নড়াইলের পুলিশ সুপার সর্দার রকিবুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।লতিফুর রহমান পলাশ আট নং দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামের গোলাম রসুলের ছেলে। তিনি আওয়ামী লীগের সদস্য।
লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিকদার আবদুল হান্নান রুনু ঘটনা নিশ্চিত করে জানান, ‘অজ্ঞাত সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। কারা এর সঙ্গে জড়িত এখনই তা আমরা বলতে পারছি না।’
আজকের বাজার : আরএম/১৫ ফেব্রুয়ারি ২০১৮
Copyright © 2025 আজকের বাজার. All rights reserved.