নড়াইলে ইউপি মেম্বারের কারাদন্ড ও ডিলারের অর্থদন্ড

জেলা সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নে ১০টাকা কেজি দরের চাল আত্মসাতের অভিযোগে এক ইউপি মেম্বারকে কারাদন্ড ও অপর এক ডিলারকে অর্থদন্ড দেয়া হয়েছে।
সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নে ইউপি মেম্বর সোহরাব হোসেন বিশ্বাসকে (৪৫) তিনমাসের বিনাশ্রম কারাদন্ড ও একই ঘটনায় ডিলার পিয়ারী খাতুনকে (৪১) ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে সাতদিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে আজ জানা যায়, গতকাল বিকেলে এ আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণা রায়।
সূত্র জানায়, হতদরিদ্রদের জন্য প্রতিমাসে বরাদ্দকৃত ১০ টাকা কেজি দরের ৩০ কেজি চাল চার উপকারভোগীকে না দিয়ে তা আত্মসাত করেন মাইজপাড়া ইউনিয়নের মেম্বর সোহরাব হোসেন বিশ্বাস। ওই ইউনিয়নের চাল-এর ডিলার পিয়ারী খাতুন মেম্বরকে সহযোগিতা করেন। এ অপরাধের দায়ে ইউপি মেম্বরকে কারাদন্ড এবং ডিলারকে জরিমানা অনাদায়ে কারাদন্ডাদেশ দেয়া হয়।