নড়াইলে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

নড়াইলের সরুশুনা গ্রামে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। গ্রামবাসীর আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় নড়াইল, যশোর, মাগুরা ও ফরিদপুর জেলার বিভিন্ন এলাকা থেকে ২২টি ঘোড়াসহ প্রতিযোগী অংশ নেন। পয়েন্ট-ভিত্তিক এই প্রতিযোগিতায় দীর্ঘ দুই কিলোমিটার পথ অতিক্রম করে প্রথম স্থান অধিকারী ঘোড়ার মালিক যশোরের ধলগ্রামের ওহাব সরকারকে ৭ হাজার টাকা, দ্বিতীয় মাগুরা জেলার রাজপাট-রাজাপুর গ্রামের ঘোড়ার মালিক হাবিবুর রহমান কাজীকে ৫ হাজার টাকা এবং যৌথভাবে তৃতীয় স্থান অধিকারী ঘোড়ার মালিক ফরিদপুর জেলার আলফাডাঙ্গার বিপুল রানা ও নড়াইলের মালিডাঙ্গা গ্রামের কামরুল ইসলামকে ৩ হাজার করে টাকা পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার বিতরণ করেন লাহুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দাউদ হোসেন, জেলা পরিষদের সদস্য রেয়াজ মাহমুদ মিশাম, স্থানীয় ইউপি সদস্য মো. নাছির শেখ, সাবেক সদস্য ফরহাদ হোসেন, মো. মোহন মুন্সী, মেলা কমিটির সভাপতি মো. গোলাম রসুল, সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান প্রমুখ। এ সময় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সকল সদস্যবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এ ছাড়া রাতব্যাপী বিচারগান পরিবেশন করেন শিল্পী সোনিয়া সরকার মোস্তাকিন সরকার। ঘোড়দৌড়কে ঘিরে বিভিন্ন এলাকা থেকে দুই শতাধিক দোকান বসে। হস্তশিল্প, কুটিরশিল্প, কসমেটিক, নানা আকারের বাহারি সব মিষ্টির দোকানে বিক্রি ছিল জমজমাট। শিশুদের বিনোদনের জন্য ছিল নাগরদোলা, রেলগাড়ি ইত্যাদি। আয়োজক কমিটির সভাপতি মো. গোলাম রসুল জানান, মানুষের মাঝে নির্মল বিনোদনের জন্য গত ২৫ বছর ধরে ঘোড়দৌড় প্রতিযোগিতা চলে আসছে। ঘোড়দৌড়কে ঘিরে সরুশুনা, কামারগ্রাম, দেবী, সত্রহাজী গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে আত্মীয় স্বজনদের আগমনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

/উজ্জ্বল রায়/নড়াইল/