জেলায় বিভিন্ন প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং বেসরকারি সেচ্ছাসেবী সংগঠন করোনাভাইরাস প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম শুরু করেছে। জানা গেছে, করোনাভাইরাস প্রতিরোধে চিকিৎসকদের সরঞ্জাম, জন সাধারণকে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ, প্রচারপত্র বিলি, মাইকিং, সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম চলছে। জানা গেছে, করোনাভাইরাস প্রতিরোধমূলক কার্যক্রমে জেলা প্রশাসক আনজুমান আরা এবং ও পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম, সিভিল সার্জন ডা. আব্দুল মোমেন গত ১২ মার্চ থেকে সচেতনতামূলক প্রচার-প্রচারণা শুরু করেন। এর পর থেকে করোনাভাইরাস প্রতিরোধে বিভিন্ন প্রতিষ্ঠান এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তি এটি মোকাবেলায় তাদেও নিজ নিজ জায়গা থেকে কাজ শুরু করেছে। নড়াইল পৌরসভার উদ্যোগে পৌরসভার বিভিন্ন সড়ক ও বাড়ির আঙ্গিনায় জীবাণুনাশক স্প্রে এবং ১ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। নড়াইল জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইল পৌর এলাকা, লোহাগড়া এবং মাইজপাড়া এলাকায় কনোরাভাইরাস থেকে জনগনকে সচেতন করতে সোমবার (২৩মার্চ) থেকে তিন দিনব্যাপি মাইকে প্রচার শুরু করেছে। রেড ক্রিসেন্ট সোসাইটি কয়েকটি টিমের মাধ্যমে শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং যাত্রীদের হ্যান্ড ওয়াশ ও লিফলেট বিতরণ করছে। নড়াইলে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রদের নিয়ে গড়ে ওঠা ৩টি সেচ্ছাসেবী সংগঠন চলো পাল্টাই, কাম ব্যাক সোসাইটি এবং নড়াইল ভলেন্টিয়ার্স নিজেদের অর্থে বিভিন্ন সেবামূলক কর্মকান্ড করে যাচ্ছে। গত কয়েকদিন ধরে সেচ্ছাসেবী সংগঠন চলো পাল্টাই শহরের দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে ৪’শ মাস্ক, নিজেদের তৈরি ১ হাজার ৫০পিস স্যানিটাইজার এবং ১ হাজার লিফলেট বিতরণ করেছে। এ সংগঠনের পরিচালক জাকারিয়া খান জানান, সংগঠনের সদস্যরা চাঁদা দিয়ে এ কাজে ব্যয় করছে।
নড়াইল ভলেন্টিয়ার্স পিছিয়ে পড়া জনগোষ্ঠী, শহরের বিভিন্ন মসজিদ, গুরুত্বপূর্ণ এলাকায় নিজস্ব প্রযুক্তিতে তৈরি হ্যান্ড ওয়াশ স্থাপন করেছে। এ সংগঠনের প্রধান উদ্যোক্তা সাদাত রহমান সাকিব বলেন, তিনি দেশীয় প্রযুক্তিতে এ ধরনের হ্যান্ড ওয়াশ তৈরি এবং বিভিন্ন স্থানে স্থাপন করতে কালিয়া ও লোহাগড়ায় তার সহকর্মীদের সাথে কথা বলেছেন এবং পরামর্শ দিচ্ছেন। কাম ব্যাক সোসাইটি নামে একটি সেচ্ছসেবী সংগঠন সদর উপজেলার মাইজপাড়া ও নড়াইল শহরের রূপগঞ্জ এলাকায় শতাধিক যানবাহনে জীবানুনাশক স্প্রে ছিটিয়েছে ও ২শ খারযুক্ত সাবান এবং ১ হাজার লিফলেট বিতরণ করেছে। এ সংগঠনের প্রতিষ্ঠাতা অচিন্ত আসিফ জানান, তাদের এ কাজ অব্যাহত থাকবে। জেলার কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম ইলিয়াছাবাদ ইউনিয়নবাসীর মধ্যে নিজস্ব তহবিল থেকে ৪ হাজার মাস্ক বিতরণ করেছেন। এদিকে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৌমেন বোস জানান, নড়াইল-২ আসনের এমপি তার নিজস্ব তহবিল থেকে প্রাথমিক পর্যায়ে চিকিৎসক, নার্স এবং গণমাধ্যমকর্মীদের জন্য ৩শ পিপিই-এর ব্যবস্থা করেছেন। এছাড়া হত দরিদ্রদের খাদ্যের সহায়তা দেবার জন্য তাঁর প্রস্তুতি রয়েছে। নড়াইল সদর হাসপাতালের আরএমও ডা: মশিউর রহমান রহমান বাবু বলেন, শুনেছি নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন-মোর্ত্তজা চিকিৎসক ও নার্সদের জন্য ২শ পিপিই পাঠাচ্ছেন। তথ্য-বাসস
আজকের বাজার/ আখনূর রহমান