জেলায় করোনাভাইরাস মোকাবেলায় প্রথম থেকে এখনো মাঠে আছেন যুব রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা। তাদের কন্ট্রোল রুমের এই (০১৯১-০০০৯-৬১৫) মোবাইল ফোন নম্বরে ফোন দিলেই সেখানে পৌঁছে যাওয়ার চেষ্টা করছেন তারা। জেলা যুব রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবকেরা নির্দিষ্ট দুরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে জনসচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছেন। তারা প্রতিনিয়ত জীবাণুনাশক ওষুধ ছিটানো, পরিস্কার-পরিচ্ছন্নতা,জনসাধারণকে সচেতন করার জন্য হাসপাতাল এলাকা, বিভিন্ন হাট-বাজার, ব্যাংক, টিসিবির পণ্য বিতরণ কেন্দ্র, চাল বিতরণ কেন্দ্রসহ জনসমাগম হয় এসব জায়গায় সামাজিক দুরত্ব বজায় রাখতে জেলার তিনটি উপজেলাতেই মাইকিং, লিফলেট বিতরণের কাজ চালিয়ে যাচ্ছেন।
রেড ক্রিসেন্ট নড়াইল ইউনিটের যুব প্রধান শামীম আহম্মেদ শুভর নেতৃত্বে ৩০ জন স্বেচ্ছাসেবক মাঠে আছেন। তিনি বলেন, গত ২৩ মার্চ থেকে যুব রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা দিন-রাত সারাক্ষণ মাঠে থেকে কাজ চালিয়ে যাচ্ছেন। সামনের দিনগুলোতেও মাঠে থাকবেন যুব রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা। জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটন বলেন, দেশের প্রতিটি দুর্যোগে মানবতার সেবায় স্বেচ্ছায় কাজ করেন যুব সদস্যরা। করোনাভাইরাসের কঠিন সময়েও মাঠে আছেন এবং থাকবেন তারা। যুব রেডক্রিসেন্টের এসব কার্যক্রমে উৎসাহ দিতে বিভিন্ন সময়ে তাদের সঙ্গে অংশগ্রহণ করছেন জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটন, নড়াইল সদর হাসাপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার মশিউর রহমান বাবু, নড়াইল পৌরসভার প্যানেল মেয়র রেজাউল বিশ্বাস, জেলা পরিষদ সদস্য রওশন আরা কবির লিলি প্রমূখ। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান