জেলার সদর উপজেলা খাদ্য গুদামে ধান সরবরাহকারী কৃষকদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।বুধবার বেলা ১১টার দিকে উপজেলা খাদ্য গুদাম চত্বরে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা।জেলা খাদ্য কর্মকর্তা শেখ মনিরুল হাসানের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তরুণ বালা,নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তজার পক্ষে প্রতিনিধি মো: তাজুল ইসলামসহ কৃষকরা উপস্থিত ছিলেন।
নড়াইল সদর উপজেলার মিতনা গ্রামের তিনজন কৃষক জানান ,কোন প্রকার হয়রানি ছাড়াই তারা সরকারি খাদ্য গুদামে প্রত্যেকে ২৫ মণ করে ধান সরবরাহ করেছেন।এর মূল্য বাবদ আজ তারা প্রত্যেকে ২৬ হাজার টাকার চেক পেয়েছেন। জেলা প্রশাসক সরকারিভাবে ক্রয়কৃত ধান ও চালের মান দেখে সন্তোষ প্রকাশ করেন।জেলা খাদ্য কর্মকর্তা মনিরুল হাসান সরকারিভাবে ক্রয়করা চালের নমুনা জেলা প্রশাসকের হাতে তুলে দেন।চেক প্রদান শেষে প্রধান অতিথি খাদ্য গুদামে কর্মরত শ্রমিকদের মাঝে ২৫টি কম্বল বিতরণ করেন।
খাদ্য অফিস সূত্রে জানা যায়, নড়াইল সদর উপজেলায় চলতি মওসুমে মোট ১হাজার ৯শ৭৫ মেট্রিক টন ধান সরকারিভাবে ক্রয়ের লক্ষ্যমাত্রা ছিল।ইতোমধ্যে ১হাজার ৮শ’৮৪ মেট্রিক টন ধান ক্রয় সম্পন্ন হয়েছে।এ জেলায় গুণগত মান সম্পন্ন ধান প্রকৃত কৃষকদের কাছ থেকে ক্রয় করায় নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত ৩শ’মেট্রিক টন ধান ক্রয়ের জন্য বরাদ্দ দেয়া হয়েছে বলে জেলা খাদ্য অফিস সূত্রে জানা গেছে।গত ২০ ডিসেম্বর থেকে ধান সংগ্রহ শুরু হয়েছে। সংগ্রহ অভিযান চলবে চলতি ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখ পর্যন্ত। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান