নড়াইলে এক গৃহবধূকে অপহরণের পর চেতনা নাশক ওষুধ খাইয়ে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২ জুন) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
নির্যাতিতার বাবা শনিবার বাদী হয়ে সুব্রত বিশ্বাসের নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন। এরপরেই অভিযান চালিয়ে সুব্রতকে গ্রেপ্তার করে পুলিশ।
স্বজনদের অভিযোগ, গত ২৮ মে শহরের স্থানীয় একটি বাজারে ওই গৃহবধূকে চেতনা নাশক ওষুধ খাইয়ে অপহরণ করে নিয়ে যায় বখাটে সুব্রত। পরে ঝিনাইদহের কালিগঞ্জে নিয়ে একটি বাড়িতে আটকে রেখে তাকে ধর্ষণ করে। পরে কৌশলে ওই গৃহবধূ মোবাইল ফোনে স্বজনদের বিষয়টি জানালে পরদিন ২৯ মে তাকে উদ্ধার করা হয়।
রাসেল/