জেলায় ভয়াল ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস পালিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৭টায় জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিলো জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও বিশেষ মোনাজাত করা হয়। এসময় নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুভাস চন্দ্র বোস বক্তব্য রাখেন।
উপাস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন খান নিলু, সহ-সভাপতি পৌর মেয়র আঞ্জুমান আরা, যুগ্ম-সম্পাদক বাবুল কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক দেবাশিস কুন্ডু মিটুল, সদর উপজেলা আওয়ামী লীগের সবাপতি অ্যাডভোকেট অচিন চক্রবর্ত্তি, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইউসুফ, সাধারণ সম্পাদক ইসমত আরা, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার খসরুল আলম পলাশ, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ সালাউদ্দিন নান্না, জেলা আওয়ামী লীগের সদস্য হাফিজ খান মিলন, নড়াইল পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মেশকাতুল ওয়ায়েজিন লিটু, নড়াইল সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূঁইয়াসহ সদলীয় নেতৃবন্দ। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান